বিএফএসএ’র অভিযান

বিদেশি খাদ্যপণ্যে নেই আমদানিকারকের স্টিকার। এছাড়াও যথাযথ বিধি অনুযায়ী খাদ্যের মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন না করায় অভিজাত প্রতিষ্ঠান আলমাস সুপার শপকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীর ধানমন্ডি এলাকায় ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে এ জরিমানা করা হয়।

বিএফএসএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএফএসএ মনিটরিং অফিসার, নিরাপদ খাদ্য পরিদর্শক,  নমুনা সংগ্রহকারী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) টিম।

বিএফএসএ’র পক্ষ থেকে জানানো হয়, আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যপণ্য এবং যথাযথ মোড়কীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন ছাড়াই প্যাকেট করা খাবার বিক্রির দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩  অনুযায়ী আলমাস সুপার শপকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষনিক আদায় করা হয়।

এ সময় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানায় বিএফএসএ।

এসআই/এমএইচএস