২০তম জাতীয় ফার্নিচার মেলা : দর্শকদের নজর কাড়ল জেএমজি ফার্নিচার
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হয়েছে ‘২০তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৫’। ১৪ অক্টোবর শুরু হওয়া এই মেলা শেষ হয় শুক্রবার (১৮ অক্টোবর)। এবারের আয়োজনে অংশ নেয় দেশের শীর্ষ ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ‘জেএমজি ফার্নিচার’। আধুনিক ডিজাইন ও ইনোভেটিভ পণ্যের জন্য প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএমজি ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
বিজ্ঞাপন
জেএমজি ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এ.কে.এম মনির হোসাইন বলেন, ‘গ্রাহকের জীবনধারা ও রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা পণ্য তৈরি করি। এবারের মেলায় আমাদের পণ্যে প্রযুক্তি, নকশা ও মানের সমন্বয় ঘটানোর চেষ্টা করেছি।’
মেলায় প্রতিষ্ঠানটি নতুন ডিজাইনের সোফা সেট, ডাইনিং টেবিল, বেডরুম সেট ও অফিস ফার্নিচারসহ নানা মডেল প্রদর্শন করে। দর্শনার্থীরা এসব পণ্যের মান ও নকশা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
বিজ্ঞাপন
সমাপনী দিনে জেএমজি ফার্নিচারের স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে তারা ফার্নিচার শিল্পে আধুনিকতা ও মানের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাবে।
এআইএস