নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া পণ্য তৈরি, বিক্রয়, সরবারহ ও বাজারজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

রোববার (১৮ জুলাই) রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- আল মোজাদ্দেদ ফাস্ট ফুড ও আপনজন বেকারি।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার। অভিযানে সংস্থাটির প্রসিকিউটিং অফিসার নোভেরা বিনতে নূর উপস্থিত ছিলেন।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, আজ বিএসটিআই’র উদ্যোগে বাড্ডা থানার পুলিশের সহযোগিতায় বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তর বাড্ডার পূর্বাচল এলাকায় আল মোজাদ্দেদ ফাস্ট ফুড ও আপনজন বেকারিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এসময় বেকারি দুটিতে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য বিএসটিআই’র সিএম লাইসেন্স ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করতে দেখা যায়। 

এসব অপরাধে প্রত্যেক প্রতিষ্ঠান দুটিকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এসআই/জেডএস