ভ্যাট পরামর্শক পরীক্ষায় ফেল ৯৮.৮৫ শতাংশ
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি - সংগৃহীত ছবি
মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরামর্শকের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৬০৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৭ জন। অর্থ্যাৎ ৯৮.৮৫ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছেন। আর পাস করেছেন মাত্র ১.১৫ শতাংশ।
সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামে অনুষ্ঠিত ভ্যাট পরামর্শক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি ওই পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করে।
বিজ্ঞাপন
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক এ কে এম মাহবুবুর রহমানের সই করা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের নাম ও রোল নম্বর প্রকাশিত হয়েছে।
উত্তীর্ণ ভ্যাট পরামর্শকরা হলেন- আশেকুর রহমান, জাকির হোসেন, হাবিবুর রহমান, আবু হায়দার, হাফিজুর রহমান, মোহাম্মদ রাসেল আহম্মদ এবং দাউদ ফরায়েজী। যারা ৫০ শতাংশ নম্বর পেয়েছেন কেবল তাদেরকেই পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকাপোস্টকে বলেন, চট্টগ্রামে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি পরীক্ষার দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, গত ১ ও ২ জানুয়ারি মূসক পরামর্শক নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় মোট ৭৮২ জন প্রার্থীর অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয়েছিল। যার মধ্যে ৬০৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৭ জন প্রার্থী লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের ভ্যাট পরামর্শকের লাইসেন্স ডাকযোগে পাঠানো হবে।
ভ্যাট পরামর্শকদের পেশাদারি লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড। এজন্য ভ্যাট পরামর্শক হওয়ার জন্য আবেদনপত্র চায় এনবিআর। গত ৩১ ডিসেম্বরের মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক বরাবর ডাকযোগে নির্ধারিত ফরমে আবেদনপত্র পাঠাতে অনুরোধ করা হয়েছিল। আবেদনপত্রের সঙ্গে তিনটি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত), বয়স নির্ধারণের জন্য এসএসসির সনদের সত্যায়িত অনুলিপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য হলে) সনদের সত্যায়িত অনুলিপি; জাতীয় পরিচয়পত্রের কপি এবং পাঁচ হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট নেওয়া হয়।
আরএম/এইচকে