মঙ্গলবার (১৯ জানুয়ারি) পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাওয়া বিদ্যুৎ ও জ্বালানিখাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে।

সোমবার (১৯ জানুয়ারি) ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ৬ কোটি ৬৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা।

এর আগের বছরের একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ১৩ কোটি ১৬ লাখ টাকা। ইপিএস ছিল ৮৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৩৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৪৩ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি দাঁড়ায় ৪৭ টাকা ৬৪ পয়সা।

কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুকবিল্ডিং মাধ্যমে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে। কোম্পানির ট্রেডিং কোড হবে  ‘EPGL’। কোম্পানি কোড হবে ১৫৩২২।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৫ টাকা প্রিমিয়াম এবং সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ কমে ৩১ টাকা দরে শেয়ার ইস্যু করে ১৩৫ কোটি টাকা উত্তোলন করে এনার্জিপ্যাক।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খাতে খরচ করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫ টাকা ১৫ পয়সা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতিত) দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা।

গত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ২১ পয়সা।

এমআই/জেডএস