সংগৃহীত ছবি

মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অনলাইন রিটার্ন জমায় পঞ্চম বারের মতো শীর্ষ স্থান অধিকার করেছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

সোমবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত আগস্ট থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত টানা ৫ বার প্রথম স্থান ধরে রাখলো কুমিল্লা কাস্টমস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে তারা এ স্থান অধিকার করে।

চলতি ডিসেম্বর মাসে ওই অফিসের আওতায় অনলাইনে রিটার্ন জমা হয়েছে ৯৪.৪১ শতাংশ। ডিসেম্বরে কুমিল্লা কাস্টসের অধীনে মোট ৯ হাজার ৭৫ জন ব্যবসায়ী করদাতা অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করেন। যেখানে বর্তমানে এনবিআরের মোট অনলাইন রিটার্ন জমার হার প্রায় ৩৮ শতাংশ।

কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, সাফল্য অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন। করোনাকালে কুমিল্লা টিমের জন্য বিষয়টি খুবই চ্যালেঞ্জের ছিল। দলবদ্ধ প্রচেষ্টাই এ সাফল্যের মূল নিয়ামক।

তিনি আরও বলেন, সক্ষম কর্মকর্তাদের বাছাই করে জটিলতর কাজে নিয়োগ, মনিটরিং উদ্বুদ্ধকরণ এক্ষেত্রে গতি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। সর্বোপরি কর্মস্থলে দেশাত্মবোধ ও সেবার মনোভাব থাকা জরুরি। সারা বাংলাদেশের কর্মকর্তাদের এরকম কাজের ধারা অব্যাহত থাকা উচিত।

গত জুলাইয়ে কুমিল্লা কাস্টসের অধীনে ভ্যাট রিটার্ন দাখিলের হার ছিল ৫১ শতাংশ। পরবর্তীতে কমিশনারেটের ছয়টি জেলায় নানা তদারকির পর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের হার বৃদ্ধি পায়। ‘আলোকিত কাস্টমস, আলোকিত দেশ’ ও ‘অতিক্রম নয় ব্যতিক্রম’ শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে অর্থবছরের প্রথম থেকে কাজ করছে কুমিল্লা কাস্টমস টিম।

আরএম/এইচকে