নিবন্ধন সনদ ছাড়া খাদ্যপণ্য মোড়কজাতকরণ ও বিক্রি করায় ওয়েল ফুড ব্রান্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এ সময় পরিদর্শক হিসেবে অংশগ্রহণ করেন মো. ইনজামামুল হক।

বিএসটিআই জানায়, ওয়েল ফুড ব্রান্ডের স্পেশাল চানাচুর, সুগার ফ্রি টোস্ট, বাটার টোস্ট, বার্গার বান ও ব্রেড পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ভ্রাম্যমাণ আদালত ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও মি. বেকার নামক প্রতিষ্ঠানটির পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকায় ধন্যবাদ দেওয়া হয়।

এসআই/এমএইচএস