শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। শনিবার (৯ অক্টোবর) কোম্পানির ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

গত বছর শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সেই হিসেবে আগের বছরের তুলনায় এবার দ্বিগুণ লভ্যাংশ ঘোষণা করল প্রতিষ্ঠানটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ৩০ শতাংশ লভ্যাংশের মধ্যে ২০ শতাংশ নগদ আর ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে কোম্পানিটি। সে হিসেবে কোম্পানির শেয়ারহোল্ডাররা একটি শেয়ারের বিপরীতে ২ টাকা নগদ এবং প্রতি ১০টি শেয়ারের বিপরীতে একটি করে শেয়ার পাবেন। এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ছিল।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য ২৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১২ জানুয়ারি। ওই দিন সকাল সাড়ে ১১টায় সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর। 

৩০ জুন, ২০২১ বছরে প্রকৌশল খাতের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ০৩ পয়সা আয় হয়েছিল। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৩১ পয়সায়। আগের বছর একই সময় শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১০ টাকা ৮৫ পয়সা।

১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৫৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৪৬ হাজার। এর মধ্যে ৩৫ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৬৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৩ দশমিক ০৩ শতাংশ শেয়ার রয়েছে।

এমআই/এসকেডি