অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট/মূসক) রিটার্ন দাখিলে নভেম্বর মাসেও সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। 

নভেম্বরে প্রায় ৯৮ শতাংশ রিটার্ন অনলাইনে দাখিল করেছেন ভ্যাটদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে এ নিয়ে ১৫ মাস শীর্ষ স্থান নিজেদের দখলে রাখল কুমিল্লা কাস্টমস। যেখানে একই সময়ে এনবিআরে অনলাইনে রিটার্ন দাখিলের হার মাত্র ৬০ দশমিক ৮৬ শতাংশ।

রোববার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে অনলাইন রিটার্ন জমায় ১৫ বার প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লা টিম। নভেম্বর মাসে কুমিল্লা কাস্টমসের অধীনে মোট ১১ হাজার ৯৯২ জন বিআইএনধারী ব্যবসায়ীদের মধ্যে ১১ হাজার ৭৪১ জন করদাতা অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করেন। আর ২৫২ জন করদাতা রিটার্ন দাখিল করে নাই। ওই মাসে কোনো প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন দাখিল করে নাই। সব মিলিয়ে নভেম্বরে ৯৭ দশমিক ৯১ শতাংশ রিটার্ন অনলাইনে দাখিল করেছেন ভ্যাটদাতারা। যেখানে অক্টোবরে মাসে রিটার্ন দাখিলের হার ৯৭ দশমিক ৫৫ শতাংশ।

এ বিষয়ে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, অটোমেশন সরকারের অগ্রাধিকার। এনবিআরও সেই লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে।  কুমিল্লার টিম প্রায় অসম্ভবকে সম্ভব করেছে। দলবদ্ধ প্রচেষ্টা ও প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূল নিয়ামক হিসেবে কাজ করছে। সরকারের ডিজিটাল অঙ্গীকার বাস্তবায়নে বিশেষ অ্যাজেন্ডা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে। 

অন্যদিকে এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আবদুল হাকিম বলেন, ভ্যাট দিবস ও সপ্তাহ পালন করতে গিয়ে কুমিল্লার প্রথম হওয়া নিয়ে কর্মকর্তাদের মধ্যে বেশ সংশয় ছিল। তবে কুমিল্লা টিম এ চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবিলা করতে পেরেছে। দুইটি বিভাগ শতভাগ অনলাইন রিটার্ন দাখিল করতে সক্ষম হয়েছে। পর্যায়ক্রমে ছয়টি শতভাগ অনলাইন রিটার্ন দাখিল করতে পারবে বলে আশা করছি।

আরএম/আইএসএইচ