মাত্র ২০ লাখ টাকায় যোগ্য বিনিয়োগকারীরা জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিডিংয়ে (নিলামে) আবেদন করতে পারবেন। এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার (২৬ ডিসেম্বর) কমিশনের ৮০৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের আবেদনের প্রেক্ষিতে জেএমআই হসপিটালের বিডিংয়ে সর্বনিম্ন আবেদনসীমা ৫০ লাখ থেকে কমিয়ে ২০ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

এতে বলা হয়, আজকের সভায় বিনিয়োগকারীদের স্বার্থে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিডিংয়ের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের সর্বনিম্ন আবেদনসীমা ৫০ লাখ টাকা হতে ২০ লাখ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একই সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকা ও মেঘনা ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এমআই/এইচকে