র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটির সভাপতি ফারুক হাসান বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন। তবে এখনো এ ইস্যুতে বায়ারদের কোনো অর্ডার স্থগিত কিংবা বাতিল হয়নি।

বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘ইআরএফ ডায়ালগ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংলাপটি আয়োজন করে ইআরএফ। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম সঞ্চালনায় করেন। এ সময় ইআরএফের সহ-সভাপতি এম শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা চিন্তিত। কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা আমাদের জায়গায় ঠিক আছি। তাদের সঙ্গে কীভাবে ফ্রেন্ডলি রিলেশন রাখতে পারি সে চেষ্টা করছি।

যুক্তরাষ্ট্র আমাদের বড় মার্কেট উল্লেখ্য করে তিনি বলেন, সবাইকে সাঙ্গে নিয়ে কাজ করতে চাই কোনো বায়ারকে হারাতে চাই না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন। তবে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কিছু ইউরোপীয় বায়ার ডেলিভারি এক সপ্তাহ কিংবা ১০ দিন পেছাতে বলেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বায়ারের অর্ডার বাতিল হয়নি। 

দেশে বস্ত্র খাতে ৪ হাজারে বেশি কোম্পানি রয়েছে। এর মধ্যে মাত্র ৫৮টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। তাদের পুঁজিবাজারে আনার বিষয়ে বিজিএমইএ কী ভাবছে এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, পুঁজিবাজারে ভালো এবং বড় বড় কোম্পানি তালিকাভুক্ত হয়। আমরা ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে কাজ করছি।
শুধু তালিকাভুক্ত হলেই তো হবে না, যাতে এসব কোম্পানিতে বিনিয়োগ করে শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।  

পোশাক মালিকদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন দে‌শে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিস্তার লাভ করছে। দেশের পোশাক কারখানাগু‌লো‌তে যেন এ ভ্যারিয়েন্টের বিস্তার না হয় সেজন্য আগেই‌ সবাইকে সতর্ক হতে হবে। আমরা চাই না করোনার শুরুর দিকের মতো অবস্থা আবার সৃষ্টি হোক। সম্প্রতি আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে বলেছি তারা যেন নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।

তি‌নি ব‌লেন, মহামারি করোনার প্রাদুর্ভাব আমরা ভালোভাবে মোকাবিলা করেছি; যে কারণে এখন আমরা নতুন অর্ডার পাচ্ছি। এই অবস্থা থেকে আমরা যেন পেছনে না যাই এ জন্য আ‌গেই পদক্ষেপ নি‌তে হ‌বে। ইতোমধ্যে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছি, আজকেও আমাদের একটি মিটিং আছে, আমরা সবাইকে এ বিষ‌য়ে সতর্ক করব।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত ১০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্তের কথা জানা যায়। ওই দুজন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ছিলেন।

এমআই/এসকেডি