কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন সিআইপি (ট্রেড-২০১৮) নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ট্রেড ক্যাটাগরি থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার হাতে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেন।

দিলীপ কুমার আগরওয়ালা এ নিয়ে টানা পাঁচ বারের মতো সিআইপি নির্বাচিত হলেন। সিআইপি কার্ড গ্রহণকালে দিলীপ কুমার আগরওয়ালা এক প্রতিক্রিয়ায় বলেন, যেকোনো স্বীকৃতিই আনন্দদায়ক। এতে দায়বদ্ধতা সৃষ্টি হয়, কাজের অনুপ্রেরণা বৃদ্ধি পায়।

ব্যবসায়ীর পাশাপাশি দিলীপ কুমার আগরওয়ালা একাধারে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক, বাংলাদেশ ডায়মন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

এছাড়াও তিনি দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আত্মসামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সরকার আনুষ্ঠানিকভাবে সিআইপি-২০১৮ ঘোষণা করে। এবার রপ্তানি খাতে ১৩৮ ও ট্রেড খাতে ৩৮ জনকে সিআইপি নির্বাচিত করা হয়। দুই ধরনের সিআইপি মিলিয়ে মোট ১৭৬ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মনোনীত সিআইপি ব্যক্তিদের সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মানিত করে। যা তাদের ব্যবসায়িক ভাবমূর্তি বৃদ্ধি ও উন্নয়নের পথকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এমএইচএস