এলডিসি গ্র্যাজুয়েশনের পরের পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন সুযোগগুলোর সদ্ব্যবহারের জন্য ব্যবসায়িক কাঠামো পুনঃসজ্ঞায়িত করা, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনাগুলো গ্রহণের ওপর জোর দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, আমাদের বর্তমান অগ্রাধিকার হলো ব্যবসায়িক মডেলের রূপান্তর ঘটানো শ্রম নিবিড় উৎপাদন থেকে আধুনিক উৎপাদন ও ব্যবসায়িক প্রক্রিয়ার দিকে যাওয়া। এজন্য আমাদেরকে আরও মনোযোগী হতে হবে এবং ব্যবসা থেকে উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে। সামর্থ্য ও নতুন উদ্ভাবনগুলোর সাথে শিল্পের অভিযোজিত হওয়ার সক্ষমতা বাড়াতে হবে।

সোমবার ব্র্যাক সোশ্যাল ইনোভেশন ল্যাব, এইচএন্ডএম ফাউন্ডেশন এবং এশিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল ইভেন্টে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভার্চুয়াল ইভেন্টে ব্র্যাক সোশ্যাল ইনোভেশন ল্যাব, এইচএন্ডএম ফাউন্ডেশন এবং এশিয়া ফাউন্ডেশন ‘স্টিচ ফর আরএমজি : গ্লোবাল ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৬ বিজয়ীর নাম ঘোষণা করেছে।

বাংলাদেশে রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় কর্মরত নারীদের জন্য উন্নত জীবিকার সুযোগ বৃদ্ধি, কারখানায় লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং কারখানার কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত বছরের অক্টোবরে বিশ্বব্যাপী প্রতিযোগিতাটি শুরু করা হয়েছিল।

ভার্চুয়াল ইভেন্টে আরও বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, এইচএন্ডএম ফাউন্ডেশনের গ্লোবাল ম্যানেজার ডায়না আমিনি ও এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিশ্বের ক্রেতারা আরও সম্পদ-সাশ্রয়ী, টেকসই উৎপাদনের উৎস খুঁজছেন। প্রযুক্তির ব্যবহার ছাড়া পানি, শক্তি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাবে না।

তিনি আরও বলেন, আমাদের সাপ্লাই চেইনে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহারকে উৎসাহিত করতে হবে। আমাদের সক্রিয় হওয়া এবং এই পরিবর্তনগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি বলেন, পোশাক শিল্পে উদ্ভাবনের গুরুত্ব বিবেচনা করে বিজিএমইএ ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে উদ্ভাবন, দক্ষতা এবং পেশাগত ও স্বাস্থ্য নিরাপত্তা কেন্দ্র স্থাপন করছে। এই কেন্দ্রের লক্ষ্য হচ্ছে ৪র্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাইয়ে শিল্পের বিকাশ ঘটানো। কেন্দ্রটি ২০২২ এর এপ্রিলে চালু হবে বলে আশা করা হচ্ছে।

বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানিয়ে ফারুক হাসান বলেন, সকলের সহযোগিতা এবং যৌথ প্রচেষ্টাই আমাদের এই উদ্যোগে সফল হতে সহায়তা করবে। আমরা আরও উদ্ভাবনী প্রকল্পে সম্পৃক্ত হতে ও সেগুলোকে আরও ব্যাপক রূপ দিতে আগ্রহী।

এমআই/ওএফ