পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই পাউরুটি, বিস্কিট, চানাচুর, কেক বিক্রয় ও বাজারজাতের অভিযোগে ক্যান্ডিস ডিলাইটকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআই জানিয়েছে, যাত্রাবাড়ী থানার ধলপুর নতুন রাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। মোড়কজাতকরণ সনদ ছাড়া পাউরুটি, বিস্কুট, চানাচুর ইত্যাদি পণ্য বিক্রয় ও বাজারজাত করা এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না নেওয়ায় ক্যান্ডিস ডিলাইটের বিরুদ্ধে মামলা দায়ের ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। অভিযানে সা‌র্বিক সহ‌যোগিতা ক‌রেন ডিএমপির সদস্যরা। বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মাছুদুল হক অভিযানে অংশ নেন।

এসআই/আরএইচ