সোনালী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন
পুষ্পস্তক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২২’ উদযাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নির্মিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও সঞ্চিয়া বিনতে আলীসহ প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ ও অন্যান্য নির্বাহীরা ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর পর দিবসটি পালনে ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া, ব্যাংকের সব বিভাগীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।
বিজ্ঞাপন
এমএ