আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে (এপিএ) প্রবাসী কল্যাণ ব্যাংক প্রথম স্থান অর্জন করেছে। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন দফতর ও সংস্থার ২০২০-২১ অর্থবছরের এপিএর বার্ষিক মূল্যায়ন বিষয়ক এক সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম প্রধান এবিএম রুহুল আজাদ।

প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-ককর্মচারীরা এ সংবাদে অত্যন্ত আনন্দিত। তারা মনে করেন, এটি তাদের বছরব্যাপী কাজের স্বীকৃতি স্বরূপ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের দিক নির্দেশনা এবং মন্ত্রণালয়ের সচিব ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীনের দক্ষ নেতৃত্বের কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।

এনআই/ওএফ