কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন করেছে যমুনা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ট্রেইনিং একাডেমিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের বিষয় ছিল ‘সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি রেটিং এবং সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি ও গ্রীন ফাইন্যান্স কর্মকান্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকে রিপোটিং।’

এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ রিস্ক অফিসার ফজলে কাইয়ুম। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত ও যুগ্ম পরিচালক মো. শরফুজ্জামান।

প্রশিক্ষণে যমুনা ব্যাংকের প্রধান অফিসের ৩৮ জন কর্মকর্তা সরাসরি এবং শাখা পর্যায়ের ১৩৬ জন কর্মকর্তা ভার্চুয়ালি অংশ নেন।

আইএসএইচ/এমএইচএস