চতুর্থ প্রজ‌ন্মের বেসরকা‌রি এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতনামা ব্যাংকার মামুন মাহমুদ শাহ।

সম্প্রতি তা‌কে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে ব্যাংক‌টির পক্ষ থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। এর আগে তি‌নি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএম‌ডি) হিসে‌বে কর্মরত ছি‌লেন।

মাহমুদ শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন।

২০১৯ সালে তিনি এনআরবি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। ৩০ বছরেরও বেশি কর্মময় জীবনে তিনি বিভিন্ন জাতীয় ও বহুজাতিক ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এএনজেড গ্রিন্দলিজ ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। 

এসআই/জেডএস