জনমত যাচাই শেষ। শিগগিরই ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড রুলস ২০২১ গেজেটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৩ মে) বিএসইসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় বিএসইসি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড রুলস, ২০২১ এর খসড়া জনমত যাচাই পরবর্তী অনুমোদন করেছে। যা অতি শিগগিরই বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হবে।

এই ফান্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের অবণ্টিত লভ্যাংশ (নগদ ও বোনাস শেয়ার) বাবদ পড়ে থাকা অন্তত ২১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ হবে। বাজারে নতুন ফান্ড বিনিয়োগ হবে। বাজার চাঙা হবে।

একই সভায় বিদেশি কোম্পানিকে মিউচ্যুয়াল ফান্ডের স্পন্সর হিসেবে অংশগ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এমআই/ওএফ