বড় লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড। জুলাই-ডিসেম্বর ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে আরামিট সিমেন্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৩ পয়সা।

অর্থাৎ ২০২১ সালের ছয় মাসে কোম্পানির ১৩ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার ৬৫৭ টাকা লোকসান হয়েছে। ২০২০ সালের একই সময়ে লোকসান হয়েছিল ৭ কোটি ৯৩ লাখ ৩৪ হাজার ৪৯৭ টাকা। ফলে এবার প্রায় দ্বিগুণ লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির।

তাতে ২০২১ সালের শেষ ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৫ টাকা ০৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৯ টাকা ১৩ পয়সাতে।

১৯৯৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার শেয়ার রয়েছে।

এমআই/এসএসএইচ