বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানি দুটির মধ্যে একটি বিশেষ সিদ্ধান্ত অনুমোদন ও অপরটি আদালতের নির্দেশনা অনুসারে ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানির দুটির মধ্যে এনভয় টেক্সটাইল আগামী ১২ মে ইজিএমের দিন নির্ধারণ করেছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এটি অনুষ্ঠিত হবে। ইজিএমে কোম্পানির সংঘ স্মারকে কিছু পরিবর্তন এবং সংযোজন করার সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

অপর দিকে এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণের লক্ষ্যে আদালতের নির্দেশে ইজিএম করবে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। আগামী ১১ মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।

কোম্পানি আইন অনুসারে, এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণের জন্য হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করলে আদালত এ নির্দেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদ ওই বৈঠক অনুষ্ঠানের সময়সূচি ও স্থান চূড়ান্ত করেছে।

এমআই/এমএইচএস