শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। সকালে ব্যাংক, বীমা খাতসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। 

তবে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ইউনিলিভার, ম্যারিকো এবং লিন্ডে বিডির শেয়ারের দাম বেড়েছে। তাতে সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। লেনদেন হয়েছে সাড়ে ৩শ কোটি টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ১৫ লাখ টাকা। এ সময়ে ডিএসইতে ৩২০টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১৮২টির ও অপরিবর্তিত রয়েছে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

এ সময়ে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫১৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৬ পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছে ১৭ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৫৯ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস