শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ অর্থাৎ এক টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

৩১ ডিসেম্বর ২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটি আগের তিন বছর শেয়ারহোল্ডারের জন্য ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। রোববার (২৭) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের এক টাকা করে লভ্যাংশ দেবে। বাকি ১৯ পয়সা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় করবে।

এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল এক টাকা ১৩ পয়সা। সেখান থেকে এক টাকা করে লভ্যাংশ দিয়েছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৭ মে। ওই দিন বিকেল ৩টায় কোম্পানির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল।

৩১ ডিসেম্বর ২০২১ সালে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়। আগের বছর একই সময়ে সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫ টাকা ৬৩ পয়সায়।

এমআই/ওএফ