সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মঙ্গলবার (২৯ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। শেয়ার বিক্রির চেয়ে কেনার চাপ বেশি থাকায় প্রথম আধা ঘণ্টায় সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এ সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় দেড়শ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৭২টি প্রতিষ্ঠানের মোট ৩ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার ২৭৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১৩৪ কোটি ৮৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৩১৬ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৩৩টির। অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এমআই/এসএসএইচ