চলতি বছরের প্রথম তিন মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। গত জানুয়ারি-মার্চ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৫ পয়সা। অর্থাৎ ২০২১ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২২ সালের একই সময়ে কোম্পানটির মুনাফা বাড়েনি কিংবা কমেনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর তথ্য মতে, গত ৩১ মার্চ ২০২২ সালে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৬১ পয়সা।

২০০৮ সালে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ২০২০ সালে মোট ৩০ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ নগদ আর ১৫ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ দিয়েছে। তার আগের বছরও ৩৫ শতাংশ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানির ১৭ কোটি ৭২ লাখ ৬৩ হাজার ৯৬৮টি শেয়ারের কোম্পানির শেয়ার রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ৬৩ টাকা ৯০ পয়সাতে।

এমআই/এসএম