মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির। কোম্পানটির তৃতীয় প্রান্তিক অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এ চিত্র উঠে এসেছে।

বুধবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে লাভেলোর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। যা আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২৬ পয়সা। অর্থাৎ ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩২ পয়সা। যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

ফলে ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিক অর্থাৎ গত ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭৬ পয়সা। অর্থাৎ নয় মাসে ইপিএস ৪৯ শতাংশ বেড়েছে।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৬০ পয়সা।

এমআই/এসএম