মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির। ২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

রোববার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২১ সালে শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া ওয়ালটনের ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৩৪ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৫৮ পয়সা করে ইপিএস কমেছে।

শুধু তৃতীয় প্রান্তিকেই নয়, দেশীয় বড় মূলধনী এই কোম্পানির চলতি অর্থবছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ইপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ৩৪ টাকা ২৬ পয়সা ছিল। অর্থাৎ ৭ টাকা ১৯ পয়সা করে শেয়ারপ্রতি ‍মুনাফা কমেছে।

মুনাফা কমলেও গত ৩১ মার্চ ২০২২ সময়ে আগের বছরের একই সময়ে তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। ২০২২ সালের ৩১ মার্চে ওয়ালটনের এনএভি দাঁড়িয়েছে ৩২১ টাকা ৫৮ পয়সা (পুনর্মূল্যায়নকৃত)। আগের বছরের একই সময়ে এনএভি ছিল ৩১১ টাকা ৫৯ পয়সা।

তৃতীয় প্রান্তিকে মুনাফার বিষয়ে মোবাইলে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি কোম্পানি সচিব রফিকুল ইসলাম।

এমআই/এসএসএইচ