সামান্য মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের। প্রতিষ্ঠানটির জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুসারে জানুয়ারি থেকে মার্চ ২০২২ সালে কোম্পানিটির করপরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ১ কোটি ৫ লাখ ১০ হাজার ৮৪৯ টাকা। ২০২১ সালের একই সময়ে মুনাফা হয়েছিল ১ কোটি ৮৮ হাজার ৯৮৯ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৪ লাখ ২১ হাজার ৯৬২ টাকা।

তাতে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে (ইপিএস) ৭১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ৬৮ পয়সা আয় হয়েছিল।

তবে তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক অর্থাৎ গত ৯ মাসে ওয়াটা কেমিক্যালসের নিট মুনাফা কমেছে। ২০২০-২১ অর্থবছরের তিন প্রান্তিকে যেখানে কোম্পানির নিট মুনাফা হয়েছিল ৭ কোটি ১০ লাখ ১৮ হাজার ৮৪৯ টাকা। সেখানে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসে মুনাফা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩০ টাকা। ২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৩১৯ টাকা মুনাফা কমেছে।

মুনাফা কমায় গত ৯ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৪ টাকা ৭৯ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের চেয়ে ১ টাকা ২৬ পয়সা ইপিএস কমেছে।

১৯৯২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির গত ৩১ মার্চ ২০২২ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬০ টাকা ৩৯ পয়সা।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ বছরে ৩০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ারপ্রতি ৩ টাকা করে লভ্যাংশ দিয়েছিল। তবে তার আগের বছর ২০২০ সালে ৩ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল।

কী কারণে কোম্পানির গত ৯ মাসে মাসে মুনাফা কমেছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কোম্পানি সচিব সামসুল হুদা।

এমআই/এসএসএইচ