বড় লোকসানে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেড। গত ৩১ মার্চ ২০২২ সমাপ্ত বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রন্তিকে কোম্পানির প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭২ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে মুনাফার পরিবর্তে লোকসান হয়েছে ২ টাকা ৭৮ পয়সা।

শুধু তৃতীয় প্রান্তিকেই নয়, গত ৯ মাসে আরামিট সিমেন্টের ২৫ কোটি ৮৪ লাখ টাকা লোকসান হয়েছ। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ১ কোটি ৬৩ লাখ টাকা।

তাতে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। অথচ আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ৪৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৫৭ পয়সা।

এমআই/এসএসএইচ