নতুন করে তারল্য বাড়াতে আরো বেশি মার্জিন ঋণ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। বর্তমান সংকট নিরসনে মার্জিন ঋণ সুবিধা ১:১ করা হতে পারে। এতে নিজের ১ টাকার বিপরীতে আরো ১ টাকা পর্যন্ত মার্জিন ঋণ নিতে পারবেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিএসইসি কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ রোববার (২২ মে) ঢাকা পোস্টকে বলেন, মার্জিন সুবিধা বাড়ালে পুঁজিবাজারের জন্য ভালো হবে। আমরা বিষয়টি দেখছি।

বিএসইসি সূত্র জানায়, মার্জিন ঋণ সুবিধা নিয়ে আজ বিকেলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যা সোমবার (২৩ মে) থেকে কার্যকর হতে পারে।

একই সময়ে মার্জিন ঋণ সুবিধা বাড়ানো ছাড়াও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুবিধার্থে ব্রোকারেজ হাউজ থেকে নগদ টাকা উত্তোলনের অনুমোদন দিতে পারে কমিশন। এক্ষেত্রে বিনিয়োগকারীদের সমন্বিত গ্রাহক হিসাব থেকে ৫ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলনের অনুমোদন দেওয়া হতে পারে।

বর্তমানে পুঁজিবাজারে ১:৮০ বা বিনিয়োগকারীদেরকে নিজস্ব ১ টাকার বিপরীতে ৮০ পয়সা বা ৮০ শতাংশ মার্জিনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে তালিকাভুক্ত ৪০ মূল্য-আয় অনুপাতের (পি/ই রেশিও) পর্যন্ত যেকোনো সিকিউরিটিজে ৮০ শতাংশ হারে মার্জিন ঋণ পাওয়া যায়।

এমআই/এমএসএইচ