কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজারে আসা বিডি পেইন্টস লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হবে মঙ্গলবার (১৪ জুন)।

ডিএসইতে কোম্পানি কোড হবে ‘Bdpaints’ কিউআইওর মাধ্যমে এসএমই বোর্ড থেকে ১২ কোটি টাকা অর্থ উত্তোলন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার থেকে এসএমএই বোর্ডে কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। শুরুর দিন কোম্পানিটির শেয়ারের দাম বৃদ্ধিতে সর্বোচ্চ ১০ শতাংশের সার্কিট ব্রেকার থাকবে।

অর্থাৎ ১০ টাকার শেয়ারটি ১১টার বেশি লেনদেন হতে পারবে না। এর ফলে এসএমই বোর্ডে মোট ১৩টি কোম্পানি তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করল।

ডিএসইর তথ্য মতে, অনুমোদনের পর বিডি পেইন্টস লিমিটেডের কিউআইওতে আবেদন গ্রহণ করেছে। এরপর আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে রোববার (১২ জুন) বরাদ্দ করা শেয়ার পাঠিয়েছে।

চলতি বছরের ১২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২০তম সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়। তারপর গত ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত কোম্পানিটির কিউআউতে আবেদন গ্রহণ করা হয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মাণ, যন্ত্রপাতি-সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত (জুলাই’২০-জুন’২১) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৯৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৪ টাকায়।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।

এমআই/এসএম