শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ৩০ টাকা লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে এই টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৬৭ পয়সা। যা গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ৩৪ টাকা ২৯ পয়সা। সে হিসেবে আগের বছরের চেয়ে ইপিএস কিছুটা কমেছে। 

কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদেরকে ৩০০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছর একই সময়ে ২০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল তারা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টনের জন্য আগামী ১৮ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন

আলোচিত প্রান্তিকে ম্যারিকোর শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩০ টাকা ১৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৭ টাকা ৩৮ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৩ টাকা ৩ পয়সা।

এমআই/জেডএস