সূচক ওঠানামার মাধ্যমে চলছে দেশের পুঁজিবাজারের লেনদেন। ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (২১ আগস্ট) লেনদেনের প্রথম ২ ঘণ্টা ১৫ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৭ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৪ পয়েন্ট। ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এসময়ে লেনদেন হয়েছে ৫০০ কোটি টাকার বেশি।

ডিএসইর তথ্য মতে, সূচকের বৃদ্ধির মাধ্যমে লেনদেন শুরু হলেও লেনদেনের আধা ঘণ্টায় পাল্টে যায় দৃশ্য। এরপর শুরু হয় শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ। সেই চাপের মাধ্যমে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়। তবে তারপর থেকে আবারও সূচক বৃদ্ধির মাধ্যমে লেনদেন চলছে।

আরও পড়ুন: পুঁজি ফিরেছে ৫ হাজার কোটি টাকা, স্বস্তিতে বিনিয়োগকারীরা

ফলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত রয়েছে ৯৫টির দাম।

এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৪ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়েছে। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।

একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম দুই ঘণ্টা ১৫ মিনিটে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ৯৯ টাকা।

সিএসইতে ২৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯০টির, অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম।

এমআই/এসএসএইচ