ঋণখেলাপির কারণে থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ফের বাতিল করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এটি বাতিল করেছে।

আইপিওর আবেদন বাতিল সংক্রান্ত একটি চিঠি রোববার (২৮ ফেব্রুয়ারি) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নাম না প্রকাশ শর্তে বিএসইসির একজন নির্বাহী পরিচালক বলেন, প্রতিষ্ঠানটির পরিচালকদের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা রয়েছে।
আপাতদৃষ্টিতে এই মামলায় তারা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়েছেন। তবে আমরা স্থায়ী সমাধানের পরই আইপিওর বিষয়টি বিবেচনা করব।

৩ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩২ কোটি টাকা সংগ্রহ করতে গত বছরের ৭ অক্টোবর দ্বিতীয়বার আবেদন করেছিল। এর আগে বর্তমান কমিশন ৩ সেপ্টেম্বর আইপিও আবেদনটি বাতিল করে।

এমআই/জেডএস