মাত্র দুদিনের ব্যবধানে আবারও পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারে (৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। মঙ্গল ও বুধবার উত্থানের পর বৃহস্পতিবার পুঁজিবাজারে পতন দেখা গেছে। এর আগে টানা তিন কার্যদিবস দরপতন হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ৪ কোটি ৭১ লাখ ৬ হাজার ৪৯৪টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। তাতে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ১ লাখ ৫৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৯১ কোটি ১১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

নতুন বছরের প্রথম সপ্তাহের শেষ দিন ডিএসইতে মোট ৩৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৩২টির আর ১৭০টি কোম্পানির শেয়ারের মূল্য অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রগতি লাইফ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বসুন্ধরা পেপার, ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসেস, ওরিয়ন ফার্মা, মুন্নু সিরামিক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস ও এডিএন টেলিকম লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৮ পয়েন্টে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৬৬৪ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির দাম বেড়েছে, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির দাম।

এমআই/ওএফ