মুনাফা কমেছে বেক্সিমকোর
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের।
২০২২-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৩ টাকা ৬০ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৪ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ ৮৫ পয়সা করে মুনাফা কমেছে কোম্পানিটির।
বিজ্ঞাপন
রোববার (২৯ জানুয়ারি) পরিচালনা পর্ষদ সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন করা হয়েছে।
কোম্পানির তথ্য মতে, ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসে বেক্সিমকোর ইপিএস দাঁড়িয়েছে ৭ টাকা ৩৫ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৪৮ পয়সা। সেই হিসেবে আগের বছরের চেয়ে ইপিএস তথা মুনাফা কমেছে শেয়ার প্রতি ১ টাকা ১৩ পয়সা।
বিজ্ঞাপন
সব মিলে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৭৬ পয়সা।
১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৫৯ লাখ ৪১ হাজার ৫১৪টি। রোববার এই কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১১৫ টাকা ৬০ পয়সা। ৩০ জুন ২০২২ সালে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছর শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এমআই/এসকেডি