১৭ মার্চ পুঁজিবাজার বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। দিনটিতে সরকারি ছুটি কারণে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মহান এই নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করছে সরকার।
বিজ্ঞাপন
এর মধ্যে ১৭ মার্চ দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত, আদালতসহ অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের ব্যাংক, বিমা এবং পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। তবে ১৮ মার্চ উভয় পুঁজিবাজারে যথানিয়মে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে।
এদিকে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার (১৬ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫১৬ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস এক দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬১ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১১ পয়েন্টে।
বিজ্ঞাপন
এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৮ কোটি আট লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৩ কোটি চার লাখ টাকা অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির। এতে মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৬ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৭ কোটি ৮৭ লাখ টাকা।
এমআই/এফআর