শেয়ারহোল্ডারদের জন্য এবার লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত অনুমোদন করেছে প্রতিষ্ঠানটির পর্ষদ।

কোম্পানি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ মার্চ) পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালে ব্যাংকটির করপরবর্তী শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ৫৯ পয়সা লোকসান হয়েছিল।

অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান কমেছে ২১ পয়সা। কিন্তু মুনাফায় ফিরতে পারেনি। আর মুনাফা না ফেরায় কোম্পানির ৬৬ কোটি ৪৭ লাখ ২ হাজার ৩০০টি শেয়ারের বিনিয়োগকারী কোনো লভ্যাংশ দিতে পারেননি।

পর্ষদ ঘোষিত সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ জুলাই। আর এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৮ টাকা ৫১ পয়সা।

ফলে বুধবার শেয়ারটি লেনদেনের কোনো সীমা রেখা থাকবে না। সর্বশেষ মঙ্গলবার শেয়ারটির লেনদেন হয়েছে ৫ টাকা ৪০ পয়সায়।

এমআই/ওএফ