বড় দরপতনের মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই লেনদেন। বেশিরভাগ শেয়ারের দাম কমায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ৮১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে এক হাজার ২২৫ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে দুই হাজার ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বেলা ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ১৯৩ কোটি ৭৮ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ২৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৭৪টির শেয়ারের দাম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ৮ কোটি ৭১ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ১৮৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/ওএফ/এমএমজে