শেয়ারহোল্ডারদের ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড ও আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং লিমিটেড। এর মধ্যে যমুনা ব্যাংক নগদ সাড়ে ১৭ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং ১৫ শতাংশ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার (২৪ মার্চ) কোম্পানি দুটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়। ২০০৬ সালে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের সমাপ্ত বছরের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। এর আগের বছর যা ছিল ৩ টাকা ৩৮ পয়সা।

ফলে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ৩২ টাকা ৬ পয়সা। এর আগের বছর ছিল ২২ টাকা ৭৭ পয়সা। আর সমাপ্ত বছরে প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা। গত বছর ছিল ৭ টাকা ৯৩ পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

অপরদিকে আর্থিক খাতে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ২ টাকা ২ পয়সা।

২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯১ পয়সায়। এর আগের বছর ছিল ১৬ টাকা ১৭ পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে। সেই লক্ষ্যে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।

এমআই/জেডএস