দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নজর রাখবে এডিবি
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেদের অর্থায়ন করা প্রকল্পে নজর রাখবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রকল্প বাস্তবায়ন তরান্বিত করতেও কাজ করবে সংস্থাটি।
বুধবার (২৪ মার্চ) ত্রিপক্ষীয় পর্যালোচনা সভায় এ কথা জানায় এডিবি। সভায় ২০২১-২২ অর্থবছরের জন্য স্বল্প ও মধ্য-মেয়াদী রোডম্যাপ বাস্তবায়নে সম্মত হয়েছে এডিবি।
বিজ্ঞাপন
ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। ২০২১ সালে প্রথম এই জাতীয় পর্যালোচনা সভায় সিনিয়র সরকারি কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং এডিবির কর্মীরা অংশ নেন।
এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, দেশব্যাপী মহামারি চলছে, আমরা দ্রুত আর্থ-সামাজিক অবস্থা পুনরুদ্ধারের জন্য প্রকল্প বাস্তবায়নে বেশি নজর দেবো। যাতে করে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ফলে দেশব্যাপী সুফল পেতে পারে এবং করোনা সংকট কাটিয়ে উঠতে পারে। প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষে সংশ্লিষ্টদের বেশি বেশি তাগিদ দিতে হবে।
বিজ্ঞাপন
বৈঠকে ২০২০ সালের প্রকল্পের অগ্রগতি এবং ২০২১ সালের পাইপলাইনে থাকা প্রকল্পের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। প্রকল্পের অর্থ দ্রুততার সঙ্গে ব্যবহার করতে হবে এবং ধীরগতির চলমান প্রকল্পের জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় ঐকমত্য হয়েছে।
৫২ প্রকল্পে এডিবি বর্তমানে ১১ দশমিক ২৬ বিলিয়ন ডলার অর্থায়ন করছে। এনার্জি, পরিবহন, পানিসম্পদ এবং নগর/পৌর অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়নে বাংলাদেশকে অর্থায়ন করে সংস্থাটি।
এসআর/এইচকে