তালিকাভুক্তির মাধ্যমে সোমবার (২৯ মার্চ) পুঁজিবাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে বিমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

রোববার (২৮ মার্চ) ২০২০ সালের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর’২০২০ পর্যন্ত সময়ে বিমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১ পয়সা।

জানা গেছে, কোম্পানিটির গত ৯ মাসে ইপিএস দাঁড়িয়েছে ৮৩ পয়সায়। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় চলতি বছরের একই সময়ে ইপিএস বেড়েছে ১ পয়সা।

এর মধ্যে তৃতীয় প্রান্তিক অর্থাৎ সর্বশেষ তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএসই হয়েছে ৩৫ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা।

পাশাপাশি কোম্পানিটির মুনাফা ৮ পয়সা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যা শতাংশের হিসেবে ৩০ শতাংশ। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৫ পয়সা।

১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। গত বছরের ২ ডিসেম্বর বিএসইসির ৭৫১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

আইপিওর অর্থ কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (পূনর্মূল্যায়ন ছাড়া) ১১ টাকা ৬২ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা।

এমআই/জেডএস