দ্বিতীয় প্রান্তিকেও মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি)। 

প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৯ টাকা ১৪ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৯ টাকা ২০ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় কমেছে ৬ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের দুই প্রান্তিক বা জানুয়ারি-জুন ২০২৩ সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৯ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১৬ টাকা ৯৩ পয়সা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি আয় বেড়েছে ৬৬ পয়সা।

১৯৭৭ সালে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৫৪ কোটি। এই শেয়ার রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ৫১৮ টাকায়। তাতে কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে ২৮ হাজার ৯ কোটি ৮০ লাখ টাকা। আর কোম্পানির পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা।

কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ নগদ, ২০২১ সালে ২৭৫ শতাংশ নগদ এবং ২০২০ সালে ৬০০ শতাংশ নগদ আর ২০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।

এমআই/এনএফ