বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড হিসেবে আরবিএলএমসিও বিজিএফআই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭০তম সভায় প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বে-মেয়াদি আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা হিসেবে রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এক কোটি টাকা দেবে। বাকি নয় কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

আলোচিত ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে রয়েল বেঙ্গল ইনভেসমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড ও ট্রাস্টি হিসেবে থাকবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এমআই/আরএইচ