মুনাফা বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।  

বুধবার (৩০ ডিসেম্বর) সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করে পরিচালনা পর্ষদ।

২০১০ সালে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর প্রান্তিকে এ বীমা কোম্পানির মুনাফা হয়েছে ১১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৫৯২ টাকা। এর আগের বছর একই সময় ছিল ৪ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৮৫৪ টাকা। অর্থাৎ মুনাফা বেড়েছে ৫ কোটি টাকা।

ফলে আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা।

চলতি বছরের ৯ মাসে কোম্পানি কর পরবর্তী মুনাফা হয়েছে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৮০২ টাকা। এর আগের বছরের একই সময় মুনাফা হয়েছিল ৯ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৫১৪ টাকা।  

তাতে তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের একই সময়ে তিন প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৩ পয়সা।

আর ৩০ সেপ্টেম্বর সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওএফসিএস) এক টাকা ৮০ পয়সা। এর আগের একই সময়ে ছিল ৫৫ পয়সা।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি গত বছর শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৭ শতাংশ বোনাস আর ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

তার আগের বছর অর্থাৎ ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৬৭ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৫৬ শতাংশ শেয়ার। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৯ দশমিক ৭৭ শতাংশ শেয়ার।

এমআই/এসএম