পরপর দুদিন দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২৪ মে) সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন চলছে পুঁজিবাজারে। লেনদেনের প্রথম ৩০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট বেড়েছে।

ফলে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৪০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৭০ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার টাকা। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ারের দাম।

এ সময়ে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর তাতে বড় উত্থানের পথে হাঁটছে পুঁজিবাজার।

অপর স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১ কোটি ৫৭ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ১২৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসএসএইচ