২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবের দিনে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে  বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বৃহস্পতিবার লেনেদেনের প্রথম ২০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৮ পয়েন্ট।

নিয়ম অনুসারেই এদিন সকাল ১০টায় লেনদেন শুরু হয়। লেনদেনের ৩ মিনিটেই সূচক বাড়ে ৪০ পয়েন্ট। লেনদেনের প্রথম ২০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯৩ এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ২১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৯৫ লাখ ১৬ হাজার টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।

অপর স্টক এক্সচেঞ্জে সিএসইতে লেনদেন হয়েছে চার কোটি ৪৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার। সিএসইর প্রধান সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫২০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২১টির। অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এনএফ