ডিএসই টাওয়ার

ইতিবাচক প্রবণতায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সপ্তাহে (৩০ মে-৩ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। আলোচিত এই সপ্তাহে ব্যাংক-বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, তাতে সূচক ও লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সবকিছুর দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৬ হাজার কোটি টাকা বেড়েছে। এর আগের সপ্তাহেও আরও ১০ হাজার কোটি টাকার পুঁজি ফিরে পেয়েছিলেন বিনিয়োগকারীরা। এ নিয়ে ঈদ পরবর্তী টানা তিন সপ্তাহে ডিএসইর বিনিয়োগকারীদের প্রায় ২০ হাজার কোটি টাকার পুঁজি ফিরল।

ডিএসইর তথ্য মতে, চার দিন উত্থান আর একদিন সূচকের সামান্য পতনের সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকা। আগের সপ্তাহের চার কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ হাজার ৬৮৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ১১৫ টাকা। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা, যা শতাংশের হিসাবে বেড়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ২৩৭টির, কমেছিল ৯২টির, অপরিবর্তিত ছিল ৪১ কোম্পানির শেয়ার দাম।

এতে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৬৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ১৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক১৩ পয়েন্ট বেড়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম ও প্রধান সূচক বাড়ায় ডিএসইতে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন ৬ হাজার ২০৩ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ১১৫ টাকা বেড়ে ৫ লাখ ৮ হাজার ৯৪৭ কোটি ৪৫ লাখ ৭৪ হাজার ৪৬২ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে বাজার মূলধন ১০ হাজার ৪৫১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ২০৫ টাকা বেড়ে ৫ লাখ ২ হাজার ৭৪৩ কোটি ৫০লাখ ২৭ হাজার ৭৪৭ টাকায় দাঁড়িয়েছিল।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে ছিল- গ্লোবাল ইন্স্যুরেন্স, ডাচ্ বাংলা ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, ফেডারেল ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, প্রগতি ইন্স্যুরেন্স, ডেল্টা, ফনিক্স ও রূপালী ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, লংকাবাংলা ফাইন্যান্স, ডার্চ বাংলা ব্যাংক, নর্দার্ন ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জহোলসিম এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৩৪ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ১১ হাজার ৯৪৪ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে লেনদেন কম হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম। এতে সিএসইর প্রধান সূচক ১৯৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এমআই/এসএসএইচ