দ্বিতীয় দফায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৩০ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওয়াটা কেমিক্যাল, স্টাইলক্রাফট, বঙ্গজ, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টিউবস, আজিজ পাইপস, অ্যাপেক্স ফুটওয়ার, কে অ্যান্ড কিউ, জিমিনি সি ফুড ইত্যাদি।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিবি বলেন, নতুন করে আরও ৩০টি প্রতিষ্ঠানের ফ্লোরপ্রাইস উঠিয়ে নেওয়া হয়েছে। যা আগামী কার্যদিবস অর্থাৎ রোববার (৬ জুন) থেকে কার্যকর হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, উদ্যোগটি আরও আগেই নেওয়া দরকার ছিল। তাতে পুঁজিবাজারের লেনদেন আরও বাড়বে। এর আগে প্রায় এক বছর পর গত ৭ এপ্রিল ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেয় কমিশন।

এমআই/জেডএস