ব্যাংক, বিমার পর এবার বস্ত্র ও মিউচুয়াল ফান্ডের পালে সুবাতাস লেগেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ জুন) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে বস্ত্র ও মিউচুয়াল ফান্ডের।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তাতে গত সপ্তাহের বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার প্রথম দুদিন দরপতনের পর মঙ্গল, বুধ ও বৃহস্পতি এ তিনদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় বাজারের সূচকের উত্থান হলো।

বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চাপ শুরু হয়। আর তাতে সূচক ওঠানামার মধ্য দিয়ে দিনের লেনদেন চলে। তবে এই দৃশ্যপট পরিবর্তন হয় বস্ত্র ও মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে। এই দুই খাতের ওপর ভর করে সাড়ে ১২টা পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়। দিনের বাকি সময় লেনদেন হয় সূচক ওঠানামার মধ্য দিয়ে।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১০১ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৬টির। আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে মাত্র ১টি প্রতিষ্ঠানের ইউনিট শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০০ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকা।

বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন আগের দিনের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের। এরপর ক্রমান্বয়ে রয়েছে, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ফরচুন সু, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল ফিড মিলস, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, রিং সাইন এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ বেড়ে ১৭ হাজার ৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮১টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ারের দাম।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৭৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৬৯৮ টাকা।

এমআই/এমএইচএস/জেএস